জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ আজ, নতুন পদ্ধতিতে দেখবেন যেভাবে

5/5 - (1 vote)

২০২৩ সালের অধীন অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে কয়েক লাখ শিক্ষার্থীর দুশ্চিন্তার অবসান ঘটবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

এর আগে, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক লেখেন, অনার্স ফাইনালের রেজাল্ট এই সপ্তাহেই হবে। তোমরা সহকারী শিক্ষক পরীক্ষার জন্যে দরখাস্ত করতে পারবে।

এসময় তিনি আরও বলেন, তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও পেয়ে যাবে এই সপ্তাহেই।

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে

মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ

ওয়েবসাইটে দেখবেন যেভাবে

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://results.nu.ac.bd/  এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে http://results.nu.ac.bd/ ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিষ্ট্রেশন, এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

আরও পড়ুন: ৩ লক্ষ কর্মী নিবে ডেনমার্ক। মাত্র ৬০ দিনে পেতে পারেন ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা। অনলাইনে আবেদন করবেন যেভাবে

Avatar photo

Jesson Pranto 🇧🇩

I am Jesson Prothia Biswas Pranto, the founder of LekhaporaBD. I have closely observed the struggles of young people in searching for jobs and building their careers. Often, candidates miss opportunities simply because they don’t receive the right job notifications on time. This experience inspired me to start LekhaporaBD, with…