প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৮৩ পদে বড় নিয়োগ

2.3/5 - (3 votes)

জনবল নিয়োগের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরে ১ ক্যাটাগরির পদে মোট ৪৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৮ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৭ নভেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ১২ হাজার টাকায় কোস্টারিকার ভিসা, বছরব্যাপী থাকাসহ আরও যেসব সুবিধা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য দক্ষতা: সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের কোডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩’-এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

আরও পড়ুন:  ৩ লক্ষ কর্মী নিবে ডেনমার্ক।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আবেদন ফি: ১১২ টাকা।

বিজ্ঞাপন
বয়সসীমা: ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: লক্ষাধিক জনবল নিবে বেলজিয়াম। 

প্রয়োজনীয় তথ্য

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা থেকে সব সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। এগুলো হলো: অনলাইন আবেদনপত্রের হার্ডকপি; সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি; সব শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ; জাতীয় পরিচয়পত্র; সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র; ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি করপোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন সনদ।

আরও পড়ুন: ভিসার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো জার্মান রাষ্ট্রদূত…

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বা সমমর্যাদাসম্পন্ন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের এবং প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের কপি।

আরও পড়ুন: কানাডায় এসে বয়স্কদের দেখাশোনার কাজ করবেন এমন কারা আছেন।বেতন ১৯০০ ইউরো বা ২ লাখ ৬২ হাজার টাকা!

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ ডিসেম্বর, ২০২৫।

আরও পড়ুন: কানাডায় এসে বয়স্কদের দেখাশোনার কাজ করবেন এমন কারা আছেন।বেতন ১৯০০ ইউরো বা ২ লাখ ৬২ হাজার টাকা!

Avatar photo

Jesson Pranto 🇧🇩

I am Jesson Prothia Biswas Pranto, the founder of LekhaporaBD. I have closely observed the struggles of young people in searching for jobs and building their careers. Often, candidates miss opportunities simply because they don’t receive the right job notifications on time. This experience inspired me to start LekhaporaBD, with…